
শেষ মুহূর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ
ইন্দোনেশিয়ার বর্তমান কোচ মালয়েশিয়ার গোপিনাথন কৃষ্ণমূর্তি। একসময় বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন তিনি। এএইচএফ কাপে সাবেক কোচের মুখোমুখি হয়ে বিপদেই পড়তে যাচ্ছিল বাংলাদেশ। তবে শেষ মুহূর্তের গোলে ইন্দোনেশিয়ার বিপক্ষে জয় নিয়েই মাঠ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
রোববার (২০ এপ্রিল) এএইচএফ কাপে বাংলাদেশকে প্রায় আটকেই দিয়েছিল ইন্দোনেশিয়া। তবে ৫ গোলের রোমাঞ্চে ফজলে রাব্বীর শেষ মুহূর্তের গোলে ৩-২ গোলে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিলেন আশরাফুলরা।
‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ২৫ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। দারুণ এক আক্রমণ থেকে লক্ষ্যভেদ করেন ওবায়দুল রনি।
তিন মিনিট পর মামুনুর রশীদের দল ব্যবধান দ্বিগুণ করে। এবার পেনাল্টি কর্নার থেকে জাল কাঁপান সোহানুর রহমান সবুজ।
তবে ৩০ ও ৩৪ মিনিটে স্বাগতিকরা দুটি গোল করে সমতায় ফিরে আসে। ড্র হতে যাওয়া ম্যাচের যখন আর মোটে ২০ সেকেন্ড বাকি, তখনই দুর্দান্ত এক গোলে বাংলাদেশকে জয় এনে দেন রাব্বী।
- ট্যাগ:
- খেলা
- এএইচএফ কাপ