ব‍্যাটিংয়ের পর দিনের শেষ বেলায় বোলিংয়েও ব‍্যর্থ বাংলাদেশ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ১৮:৩৮

ব‍্যাটিং ভালো হয়নি একদমই। একের পর এক ব‍্যাটসম‍্যান উপহার দিয়ে এসেছেন নিজের উইকেট। দিনের শেষ বেলায় বোলিংও ভালো হলো না বাংলাদেশের। সাবলীল ব‍্যাটিংয়ে পঞ্চাশ ছোঁয়া জুটি গড়েছেন জিম্বাবুয়ের দুই ওপেনার।


আলোকস্বল্পতায় আগেভাগেই শেষ হয় দিনের খেলা। এর আগে ১৪.১ ওভারে বিনা উইকেটে ৬৭ রান করে জিম্বাবুয়ে।


ওয়ানডে ঘরানার ব‍্যাটিংয়ে ৬ চারে ৩৭ বলে ৪০ রানে ব‍্যাট করছেন ব্রায়ান বেনেট। দুই চারে ৪৯ বলে ১৭ রানে খেলছেন বেন কারান।


প্রথম দিন শেষে কেবল ১২৪ রানে পিছিয়ে জিম্বাবুয়ে।


চার জন বোলার ব‍্যবহার করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাদের কেউই খুব একটা ভাবাতে পারেননি ব‍্যাটসম‍্যানদের।


সংক্ষিপ্ত স্কোর:


বাংলাদেশ ১ম ইনিংস: ৬১ ওভারে ১৯১ (জয় ১৪, সাদমান ১২, মুমিনুল ৫৬, শান্ত ৪০, মুশফিক ৪, জাকের ২৮, মিরাজ ১, তাইজুল ৩, হাসান ১৯, খালেদ ৪*, নাহিদ ০; এনগারাভা ১৪-২-৩৭-০, মুজারাবানি ১৯-৪-৫০-৩, নিয়াউচি ১৫-২-৭৪-২, মাধেভেরে ৩-২-২-২, মাসাকাদজা ১০-৪-২১-৩)


জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১৪.১ ওভারে ৬৭/০ (বেনেট ৪০*, কারান ১৭*; হাসান ৫-২-১৬-০, নাহিদ ৪.১-০-২১-০, খালেদ ২-০-১১-০, মিরাজ ৩-১-১০-০)


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও