‘মিচেল স্টার্ক হতে চাই না, ভালো আবেশ খান হতে চাই’

প্রথম আলো প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ১৪:০২

ম্যাচে রাজস্থান রয়্যালসের জয় প্রায় নিশ্চিত মনে হচ্ছিল। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের করা ১৮০ তাড়া করতে নেমে যশস্বী জয়সোয়াল ততক্ষণে ৭০ পেরিয়ে গেছেন। এর আগে ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী মাত্র ২০ বলে করে গেছেন ৩৪ রান। তাঁদের ব্যাটে চড়ে রাজস্থান যখন প্রায় জয়ের বন্দরে, গল্পটা বদলে দিলেন আবেশ খান।


শেষ ৩ ওভারে রাজস্থানের দরকার ছিল মাত্র ২৫ রান। মঞ্চে এলেন আবেশ। ১৮তম ওভারে দিলেন মাত্র ৫ রান, তুলে নিলেন জয়সোয়াল ও রিয়ান পরাগকে। প্রিন্স যাদবের করা পরের ওভার থেকে ১১ রান নিল রাজস্থান। শেষ ওভারে আবার আবেশের হাতে বল।


৬ বলে ৯ রান দরকার রাজস্থানের জয়ের জন্য। ব্যাটিংয়ে শিমরন হেটমায়ার ও ধ্রুব জুরেল। কিন্তু আবেশ ছিলেন অবিচল। একের পর এক ইয়র্কার! মাঝে বল পাল্টাতে গিয়ে খেলা একটু বন্ধও থাকল, কিন্তু তাতেও মনোযোগ কমেনি আবেশের। তাঁর শেষ ওভারটা ছিল এ রকম—১, ২, উইকেট, ০, ২, ১। মানে দিলেন মাত্র ৬ রান, উইকেট নিলেন আরও একটা। ২ রানের হারে রাজস্থান হতভম্ব, লক্ষ্ণৌ দলে উল্লাস!


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও