লাহোরের একাদশে সাকিব নেই কেন

প্রথম আলো প্রকাশিত: ২৫ মে ২০২৫, ২১:০৬

‘পাখি লাহোরে এসে পৌঁছেছে’—এরপর দুটি আশ্চর্যবোধক চিহ্ন। আশ্চর্যের বিষয়ই বটে!


পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল শুরু হয়েছে কিছুক্ষণ আগে। খেলা শুরু হওয়ার মাত্র এক ঘণ্টা আগে পাকিস্তানে পা রেখেছেন সিকান্দার রাজা। বিমানবন্দর থেকে সোজা স্টেডিয়ামে গিয়ে নেমে পড়েছেন মাঠে!


সিকান্দার রাজাকেই ‘পাখি’ সম্বোধন করে আজ সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে লাহোর কালান্দার্স। ভিডিওতে দেখা যাচ্ছে, লাগেজটা ফ্র্যাঞ্চাইজিটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা একজনের হাতে ধরিয়ে দিয়ে তাড়াহুড়ো করে বের হচ্ছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। গন্তব্য লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। পাখিও হয়তো এত দ্রুত উড়ে আসতে পারত না!


সিকান্দার রাজার কারণেই কপাল পুড়েছে সাকিব আল হাসানের। রাজা দলে ফেরায় ফাইনালে লাহোরে একাদশে জায়গা হয়নি বাংলাদেশের অলরাউন্ডারের। তবে সাকিব না থাকলেও আরেক বাংলাদেশি অলরাউন্ডার রিশাদ হোসেন একাদশে জায়গা ধরে রেখেছেন। এদিকে আজও একাদশে না থাকায় পিএসএলে এ বছর খেলা হচ্ছে না মেহেদী হাসান মিরাজের। ফলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকের অপেক্ষা আরও বাড়ছে তাঁর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও