বাংলাদেশের রিসোর্স কম, খারাপ খেলার ব্যাখ্যায় কোচ সালাহ উদ্দীন

www.ajkerpatrika.com প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ২২:০৬

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অলআউট হয়েছে। ৫০ শতাংশ ইনিংসে যে দল ২০০ রানও করতে পারেনি, কোচকে প্রশ্নে জর্জরিত তো হতেই হবে।


সালাহ উদ্দীনও ঘুরেফিরে বলতে চাইলেন, সময় দিতে হবে, উন্নতি করতে ক্রিকেটারদের সময় দিতে হবে। সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘একটা দেশের ক্রিকেট আসলে নির্দিষ্ট কয়েকজন ক্রিকেটারের ওপর নির্ভর করে না। পুরো দেশের ক্রিকেট কাঠামো কেমন এবং ওরা কতটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে অনেক ম্যাচ খেলতে হবে। যেমন শেষ ছয়টা টেস্টে আমাদের ব্যাটাররা ভালো করেনি। তাহলে নতুন কাউকে খুঁজবেন। তাকেও আবার তৈরি করতে সময় দিতে হবে। তাকে আমরা সুযোগ দিতে থাকব। তবে রিসোর্স খুবই কম আছে।’


একজন ব্যাটারকে কত ইনিংস সুযোগ দিলে তিনি উন্নতি করতে পারবেন—এমন প্রশ্নে সালাহ উদ্দীন বললেন, ‘কত ইনিংস দেব, সেটা তো বলে দেওয়া যাবে না। সবকিছু দ্রুত করতে হবে। একটা দেশের ক্রিকেট কোথায় দাঁড়িয়ে, সেটা নির্ভর করে জাতীয় দলের পারফরম্যান্সের ওপর। এর জন্য যা যা করা দরকার, সেগুলো করতে হবে। আমি কাছ থেকে দেখছি, ছেলেদের মানসিকতা, ওয়ার্ক এথিকস, নিজেদের ইচ্ছা—কোথাও ঘাটতি নেই। কিন্তু এটা শুধু তাদের পক্ষে সম্ভব নয়। পারিপার্শ্বিক অনেক ব্যাপার আছে, যেগুলো সব সময় বলতে পারি না, বলা উচিতও না। আপনাদের একটু সময় দিতে হবে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও