
বৈশাখের রঙে রাঙা হোক আগামীর স্বপ্ন
পহেলা বৈশাখ, বাঙালির জীবনে এক নতুন দিগন্তের উন্মোচন। এটি কেবল একটি উৎসবের দিন নয়, বরং আবহমান কালের বাঙালি সংস্কৃতির প্রতিচ্ছবি, যা আমাদের ঐতিহ্য, কৃষ্টি আর আত্মপরিচয়ের গভীরতম প্রদেশে প্রোথিত। ১৪৩২ বঙ্গাব্দের পহেলা বৈশাখ যখন আমাদের দ্বারে সমাগত, তখন প্রকৃতির মতোই আমাদের মনেও এক নতুন স্পন্দন অনুভূত হয়। পুরোনো দিনের জীর্ণতা ঝেড়ে ফেলে নতুন করে জীবন শুরুর প্রেরণা জাগে। আর এই নবজাগরণের রঙ যেন রাঙিয়ে দেয় আমাদের আগামীর স্বপ্নগুলোকে।
বৈশাখ মাস প্রকৃতির পালাবদলের এক উজ্জ্বল দৃষ্টান্ত। রুক্ষ গ্রীষ্মের দাবদাহের পর প্রকৃতি যেন নবযৌবন লাভ করে। কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর জারুলের রক্তিম আভায় ভরে ওঠে চারপাশ। আমের মুকুলের মিষ্টি ঘ্রাণ আর পাখির কলকাকলিতে মুখরিত হয় বাংলার আকাশ-বাতাস। এই সময়ে প্রকৃতি যেমন তার পুরোনো খোলস ছেড়ে নতুন রূপে সেজে ওঠে, তেমনি পহেলা বৈশাখ বাঙালির জীবনে নিয়ে আসে নতুন আশা আর সম্ভাবনার বার্তা। পুরোনো বছরের সকল গ্লানি, ব্যর্থতা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে জীবনকে আলিঙ্গন করার আহ্বান জানায় এই উৎসব।
- ট্যাগ:
- মতামত
- বৈশাখ
- বাঙালি
- পয়লা বৈশাখ