
বাণিজ্যযুদ্ধে ট্রাম্প মডেল: কার সুখ কার অসুখ...
আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন নয়া ও বাড়তি শুল্ক আরোপের মাধ্যমে, তা গোটা পৃথিবীকে অস্থির, উদ্বিগ্ন ও প্রায় অসুস্থ করে তুলেছে, এটা এখন আর অজানা নয়। ট্রাম্প সর্বশেষ ৯০ দিনের জন্য তার নয়াআরোপিত শুল্ক স্থগিত করেছেন—ব্যতিক্রম শুধু চীন।
চীনের সঙ্গে তার পাল্টাপাল্টি শুল্ক আরোপ ভয়াবহ সীমা অতিক্রম করেছে। চীনও থেমে নেই। সেও আমেরিকান পণ্যে পাল্টা শুল্ক আরোপ করছে। সর্বশেষ পরিস্থিতি হচ্ছে, মার্কিন পণ্য আমদানিতে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছে চীন। এর আগে চীনের ওপর যুক্তরাষ্ট্র সর্বশেষ ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। চীন-আমেরিকার এই বাণিজ্যযুদ্ধ কোথায় নেবে আমাদের, সেই বিশ্লেষণে যাওয়ার আগে দেখি, ট্রাম্প কেনো এসব করছেন?
ট্রাম্পের শুল্কদর্শন
নির্বাচনের আগে থেকেই ট্রাম্প বলছিলেন, কয়েক দশক ধরে আমেরিকাকে কাছের ও দূরের দেশগুলো, বন্ধু ও শত্রু উভয়ের দ্বারা লুটপাট ও লুণ্ঠন করা হয়েছে। কেননা তার মতে, এসব দেশ আমেরিকাতে যখন রপ্তানি করে তখন শুল্কছাড় সুবিধা নেয়। আবার আমেরিকার পণ্য যখন আমদানি করে তখন শুল্ক বাড়ায়।
ফলে, ট্রাম্পের সহজ হিসাব হচ্ছে, এর ফলে আমেরিকার সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য ঘাটতি দিনকে দিন বাড়ছেই। এটা ট্রাম্পের মতে 'মেক আমেরিকা গ্রেট এগেইন' কাজের প্রধানতম বাধা। তাই তার স্পষ্ট ভাবনা হচ্ছে:
- ট্যাগ:
- মতামত
- বাণিজ্য যুদ্ধ
- ডোনাল্ড ট্রাম্প