গাজার জন্য কিছু করতে না পারায় কাকে দোষারোপ করব

প্রথম আলো এন এন তরুণ প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ১৬:৫১

গাজায় যে হত্যাযজ্ঞ এবং জাতিগত নির্মূল ও বাস্তুচ্যুতির অভিযান চলছে, তা অতীতের সব মানবতাবিরোধী নারকীয় ঘটনার বীভৎসতার সীমা অতিক্রম করেছে। ইতিহাসের কোনো পর্বে কোনো দেশে বোমাবর্ষণে বা গুলিতে কিংবা অনাহারে এত শিশুর মৃত্যু ঘটেছে কি না, আমার জানা নেই। প্রশ্ন হলো, এর শেষ কোথায়? আদৌ কি শেষ হবে? কীভাবে হবে? আমি জানি না। কিন্তু বিশ্বব্যবস্থার আমুল পরিবর্তন ছাড়া যে এর শেষ নেই, সেটা জানি।


২০২৫ সালের ৪ মার্চ পর্যন্ত গাজা যুদ্ধে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটেছে। এ ছাড়া নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৬৬ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী, ১২০ জন শিক্ষাবিদ এবং ২২৪ জনের বেশি মানবিক সহায়তাকর্মী, যার মধ্যে ১৭৯ জন ছিলেন জাতিসংঘের অন্তর্গত।


২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল প্রায় ১৮ হাজার শিশুকে হত্যা করেছে। আরও বহু শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তাদের অধিকাংশই মৃত বলে ধারণা করা হচ্ছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৭ হাজার শিশু মা–বাবা বা পরিবার-পরিজন থেকে আলাদা, নিঃস্ব, নিঃসঙ্গ, একাকী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও