সাভারে চাঁদা না দেওয়ায় গুলি ছুড়ে খেয়াঘাট থেকে দুটি ট্রলার লুটের অভিযোগ, মামলা

প্রথম আলো সাভার প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ১৮:৩৪

ঢাকার অদূরে সাভারে চাঁদা না দেওয়ায় গুলি ছুড়ে একটি খেয়াঘাট থেকে দুটি ট্রলার ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। লুট করে নিয়ে যাওয়ার সময় অস্ত্র হাতে ট্রলারে এক ব্যক্তির দাঁড়িয়ে থাকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার বিকেলে সাভারের কাতলাপুরের কর্ণপাড়া মিলনঘাট এলাকায় এ ঘটনা ঘটে।


এ ঘটনার পর ভুক্তভোগী যুবদল নেতা মো. কামরুল ইসলাম সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ রাতেই লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছে। কামরুল সাভার পৌরসভার ৬ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। স্থানীয় বাসিন্দা ও পুলিশের ধারণা করছে, আধিপত্য বিস্তার করে খেয়াঘাটের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।


মামলার এজাহারে কামরুল ইসলাম উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে সাভারের কাতলাপুরের কর্ণপাড়া মিলনঘাট পরিচালনা করছেন কামরুল ইসলাম। কিছুদিন ধরে মানিকগঞ্জের সিঙ্গাইর থানার ফুডনগর মোল্লাপাড়ার অন্তর খান (২৬), মোর্শেদ খান (২৫), মোশাররফ খান (২৮), হৃদয় (২৫), রনি খানসহ (৪২) অজ্ঞাতনামা ১০-১২ জন ঘাট পরিচালনায় বাধা দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করছিলেন। গতকাল বিকেল পৌনে ৬টার দিকে তাঁরা পিস্তল, ধারালো দেশি অস্ত্র, রামদা, চাকু, রড নিয়ে মিলনঘাটে উপস্থিত হয়ে পুনরায় ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা কামরুলকে মারধর করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে অন্তর খান পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুঁড়েন। তাঁরা খোকন ও আরমান মাঝিকে মারধর করেন। কামরুলের দুটি ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) ছিনিয়ে নিয়ে সেখান থেকে চলে যান।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও