
হাল ছাড়েননি ফরহাদ, অবশেষে বিসিএস প্রশাসন ক্যাডারে প্রথম
সারা দেশের মধ্যে ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন জামালপুরের কৃষক বাবার সন্তান ফরহাদ হোসেন। তিনি জামালপুর সদর উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের জাফরশাহী এলাকার কৃষক তোফাজ্জল হোসেনের ছেলে। ফরহাদ হোসেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র।
৪৪তম বিসিএসের ফলাফল প্রকাশের পর থেকেই এলাকাবাসী, শিক্ষার্থী ও পার্শবর্তী এলাকার লোকজন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা ফরহাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। আবার নিজ গ্রামের মেধাবী সন্তান ফরহাদ হোসেনকে এক নজর দেখতে তার বাড়িতে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন নানা শ্রেণিপেশার মানুষ।
ফরহাদ হোসেন ও তার পরিবার সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ৯১নং জাফরশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফরহাদ হোসেনের শিক্ষাজীবন শুরু। প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা মেধাবী ফরহাদ হোসেন ২০১২ সালে কৈডোলা জাফরশাহী উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০১৪ সালে এইচএসসি পাস করেন। এরপর উচ্চশিক্ষার জন্য কঠোর পরিশ্রম করে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সময় টিউশনি করে নিজের পড়াশোনার খরচ যোগাতেন। মাভাবিপ্রবি থেকে পড়াশোনা শেষ করে বিসিএসের প্রস্তুতি নিতে থাকেন ফরহাদ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- প্রশাসন ক্যাডার