নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে বিদ্রোহীদের গোলাগুলি, সতর্ক অবস্থানে বিজিবি

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ২২:৩৯

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তসংলগ্ন মিয়ানমার অংশে দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনায় বাংলাদেশ সীমান্তবর্তী কয়েকটি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোলাগুলির শব্দে কেঁপে ওঠে জামছড়ি, সাপমারা ঝিরিসহ আশপাশের কয়েকটি পাড়া।


স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৫টা থেকে সোয়া ৬টা পর্যন্ত এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।


ঘটনার পর থেকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।


জামছড়ি এলাকার বাসিন্দা আবদুচ্ছালাম, ছৈয়দ নূর ও গুরা মিয়া জানান, বিকেলে তাঁরা ভারী অস্ত্রের গুলির প্রচণ্ড শব্দ শুনেছেন। তাঁদের ভাষায়, ‘তুমুল যুদ্ধ বাধে দুই গ্রুপের মধ্যে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও