You have reached your daily news limit

Please log in to continue


দেশে সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতিতে উদ্বেগ বাড়ছে: আসক

কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে প্রকাশ্যে মা ও দুই সন্তানকে পিটিয়ে হত্যার ঘটনায় দেশে ক্রমবর্ধমান গণপিটুনির সহিংসতা এবং বিচারহীনতার সংস্কৃতিতে উদ্বেগ বাড়ছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে এ উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

সংস্থাটির জ্যেষ্ঠ সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবিরের সই করা বিবৃতিতে বলা হয়, এমন বর্বর হত্যাকাণ্ড শুধু আইনের শাসনের পরিপন্থি নয়, এটি নাগরিক নিরাপত্তা ও মানবাধিকারের চরম লঙ্ঘন।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মুরাদনগরে রোকসানা আক্তার রুবি (৫৫), তার ছেলে রাসেল মিয়া (২৮) এবং মেয়ে জোনাকি আক্তারকে (২২) উচ্ছৃঙ্খল একদল মানুষ নিজ বাড়ি থেকে টেনে রাস্তায় নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় পরিবারের আরও একজন নারী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিক অভিযোগের ভিত্তিতে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড দেশজুড়ে ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা ভেঙে দিচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন