নির্মাণ শুরুর এক যুগ পর হাসপাতাল চালু, এখনই মিলছে না ‘পূর্ণাঙ্গ’ সেবা

ডেইলি স্টার কুষ্টিয়া সদর প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ১১:৫৯

নির্মাণ শুরুর এক যুগ পর চালু হলো কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কার্যক্রম। মেডিসিন ও শিশু বিভাগে ৯০টি শয্যায় রোগীদের দেওয়া হবে চিকিৎসা। তবে চাইলেই মিলবে না সেবা।


সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ সময় নিয়ে প্রতিষ্ঠার পর হাসপাতালের আবাসিক কার্যক্রম শুরু হলেও তা সবার জন্য নয়। শুধুমাত্র ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে রেফার হওয়া রোগীরা এখানে চিকিৎসা পাবেন। সেই সঙ্গে রোগীদের খাওয়ার ব্যবস্থা, প্রয়োজনীয় ওষুধপত্র কিংবা পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষার নিশ্চয়তাও দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।


গতকাল সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবসে হাসপাতালটি চালুর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। উদ্বোধন ঘিরে হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. মো. রিজওয়ানুর রহমান। গতকাল দুপুর ১২টার দিকে তিনি হাসপাতালের দুটি ওয়ার্ড ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন। সেই সময় তার সঙ্গে ছিলেন হাসপাতালের পরিচালক আনোয়ারুল কবীরসহ স্থানীয় অনেকেই।


রোগীদের খাবার বা ভর্তির ব্যবস্থা না থাকা সত্ত্বেও এভাবে হাসপাতাল চালুর বিষয়ে জানতে চাইলে পরিচালক ডা. মো. আনোয়ারুল কবীর দ্য ডেইলি স্টারকে বলেন, শিক্ষার্থীদের দাবির মুখে আমরা দুটি ওয়ার্ড চালুর বিষয়ে আশ্বাস দিয়েছিলাম। সেই মোতাবেক দুটি ওয়ার্ডে ৯০ শয্যার আবাসিক কার্যক্রম শুরু হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও