
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ করে শিগগির ব্যবস্থা, আতঙ্কের কিছু নেই: খলিল
যুক্তরাষ্ট্রের বড় অঙ্কের শুল্ক আরোপের ঘটনায় ভয় পাওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেছেন, এটি ‘আকস্মিক’ কিছু নয়, ’প্রস্তুতি’ ছিল।
মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ কর শিগগিরই কিছু ব্যবস্থা নেওয়ার কথাও তুলে ধরেন তিনি।
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ সম্পূরক শুল্ক বসানোর প্রেক্ষাপটে ব্যবসায়ীদের উদ্বেগের মধ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জরুরি বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
শনিবার সন্ধ্যা ৭টায় শুরু হওয়া প্রায় দুই ঘণ্টার বৈঠকের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ব্রিফিংয়ে খলিলুর রহমান বলেন, ''মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ ধার্য করার ঘটনাটি আমাদের জন্য আকস্মিক কোনো ঘটনা না। ফেব্রুয়ারি মাসের শুরুতেই প্রধান উপদেষ্টা আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযোগ করতে বলেছিলেন, সেই সূত্রে আমি নিজে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ওয়াশিংটনে আমেরিকান পররাষ্ট্র দপ্তর, ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার এবং অনন্যাদের সঙ্গে আলোচনা করেছি।
”সেই থেকে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে আমরা ক্রমাগত এই বিষয়ে আলোচনা করে আসছি। সুতরাং ব্যাপারটা আকস্মিক নয়, আমরা এর জন্য প্রস্তুত।”
এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “আমরা শিগগিরই কিছু ব্যবস্থা নেব এবং সেটা মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ করেই নেব। এখানে ভয় পাওয়ার আতঙ্কিত হবার কিছুই নেই। আমরা এই বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত।''
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- শুল্ক আরোপ