গ্রাস ম্যাট রপ্তানি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল। ফিলিপাইনে রপ্তানির মাধ্যমে এ কার্যক্রম শুরু করেছে গ্রুপটি। সম্প্রতি নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আরএফএল প্লাস্টিকস লিমিটেডের নিজস্ব কারখানা থেকে ‘সাপোর্ট’ ব্র্যান্ডের গ্রাস ম্যাটের প্রথম চালান ফিলিপাইনের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
আরএফএল প্লাস্টিকস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, গ্রাস ম্যাট মূলত বিল্ডিংয়ের ইন্টেরিয়র ও এক্সটেরিয়রের সৌন্দর্য বৃদ্ধিতে, খেলার মাঠ তৈরিতে এবং বিভিন্ন ল্যান্ডস্কেপিংয়ের কাজে ব্যবহৃত হয়। আগে এই পণ্যটি বিদেশ থেকে আমদানি করে দেশের চাহিদা মেটানো হতো। কিন্তু আমাদের উৎপাদনের ফলে দেশের চাহিদা মেটাতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছি। ক্রমান্বয়ে এ পণ্যের আমদানি নির্ভরতা কমছে, যা দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সহায়তা করছে।