
এবার পবিত্র ঈদুল ফিতরে আবহাওয়া ভ্রমণের অনুকূল ছিল না। প্রচণ্ড গরম। মার্চের শেষ নাগাদ তাপমাত্রা ৪১ ডিগ্রি পর্যন্ত উঠেছিল। স্বাভাবিকভাবে ধারণা করা হয়েছিল, পর্যটনকেন্দ্রগুলোয় ভিড় কম থাকবে। কিন্তু স্বস্তির খবর হলো, বৈরী আবহাওয়া উপেক্ষা করে মানুষ পর্যটনকেন্দ্রগুলোয় ছুটেছেন একটু স্বস্তি ও শান্তির আশায়। শহরে নিত্যদিনের কাজে তাঁরা হয়ে পড়েছিলেন ক্লান্ত।
কক্সবাজার থেকে প্রথম আলোর প্রতিনিধি আব্দুল কুদ্দুসের পাঠানো খবরে বলা হয়, গত শনিবার সকাল থেকে কক্সবাজারে আসতে শুরু করেন হাজার হাজার পর্যটক। বাস-ট্রেন, এমনকি বিমানেও এসেছেন পর্যটকেরা। রমজান মাসজুড়ে সমুদ্রসৈকতে পর্যটকসংখ্যা কম থাকলেও গত রোববার থেকে পা ফেলার জায়গা নেই। এই ভিড় আরও কয়েক দিন থাকবে। এবারে ঈদের লম্বা ছুটির সুযোগটিই নিয়েছেন ভ্রমণপিপাসু মানুষ।
- ট্যাগ:
- মতামত
- পর্যটনশিল্প