
উৎসবে আমেজে অর্থনীতির গতিপথ
বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে জমে ওঠে অর্থনীতি। অর্থনীতির বড় অনুষঙ্গ হলো কেনাকাটা। ক্রেতাকে আহ্বান জানাতে দোকান মালিকরা বিপণিবিতানগুলো হরেকরকমের আলোকসজ্জায় সাজিয়ে তোলে। যেকোনো উৎসবেই চিরচেনা এই চিত্র ফুটে ওঠে।
এবারও ঈদের আগে একই চিত্রের দেখা মেলে। সন্ধ্যার পর থেকেই সব বিপণিবিতানগুলোর আলোকসজ্জা জানান দেয় উৎসবের আনন্দে মেতেছে দেশ। প্রতিটি উৎসবই আমাদের মন ও পরিবেশ আলোকিত করার সাথে সাথে অর্থনীতিও আলোকিত করে। অর্থনৈতিক প্রভাব রয়েছে সবক্ষেত্রে, প্রভাব রয়েছে প্রতিটি উৎসবে।
আরব অর্থনীতি হজের আগমনের ও পশ্চিমা অর্থনীতি যেমন বড়দিনের অপেক্ষায় থাকে, ঠিক তেমনি আমাদের দেশের অর্থনীতিও ঈদ, পহেলা বৈশাখ, দুর্গাপূজা ইত্যাদির জন্য অপেক্ষা করে। গ্রামীণ ও অপ্রাতিষ্ঠানিক অর্থনীতির বড় ভিত্তি হচ্ছে উৎসব। প্রধান উৎসবগুলো বিশেষ করে পাইকারি, খুচরা বাজার, পরিবহন, পর্যটন এবং আতিথেয়তার মতো খাতে, ভোক্তাদের ব্যয় এবং চাহিদা বৃদ্ধির কারণে উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কার্যকলাপকে উৎসব অর্থনীতি বোঝায়।