চীনের মডেলে ‘শিল্পায়নের কেন্দ্রস্থল’ হতে চায় বাংলাদেশ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫, ১৮:৩৬

চীনের অর্থনৈতিক উন্নয়নের মডেল অনুসরণ করে বাংলাদেশকে শিল্পায়নের কেন্দ্রস্থল (ইন্ডাস্ট্রিয়াল হাব) হিসেবে বিশ্ববাসীর কাছে সুপরিচিত করতে চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এজন্য বহির্বিশ্বের বিনিয়োগকারীদের বিশ্বস্ততা অর্জনে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ থাকা অত্যাবশ্যক বলে মনে করেন তিনি।


বিশ্বস্ততা অর্জন একটা বড় শর্ত। সেই শর্ত পূরণ করতে প্রথমে নিজেদের ঘর গুছিয়ে অর্থাৎ, প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়ে দৃশ্যমান বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার।


প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান বলেন, ‘কয়েক দশক আগেও চীন অর্থনৈতিকভাবে এত উন্নত ছিল না। অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে তারা প্রথমে নিজেদের ঘর গুছিয়েছে। ইউরোপ ও আমেরিকার বাজার থেকে তাদের দেশে বিনিয়োগে আকৃষ্ট ও উৎসাহিত করতে শিল্পায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামোসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করেছে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও