
ঈদের দিনও থাকবে গরম, নেই বৃষ্টির সম্ভাবনা
ঢাকাতে আজ শনিবার তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার যা ছিল ৩৮.৩। তবে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যদিও সেটা গতকালের তুলনায় কম। গতকাল ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানাচ্ছে, তাপমাত্রা এমনই থাকবে আগামী বেশ কয়েক দিন।বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
এদিকে এবার ২৯টি রোজা হয়, তবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে সোমবার। আর রোজা যদি ৩০টিই হয়, তবে ঈদ হবে মঙ্গলবার। এখন প্রশ্ন হলো, ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়া অধিদপ্তর বলছে, এবারের ঈদুল ফিতর কাটবে তাপপ্রবাহের মধ্য দিয়ে। বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে গরমের তেজ কিছুটা কম থাকতে পারে।
চলতি মাসে এক দফা তাপপ্রবাহ হয়ে গেছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। এরপর দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা হয়ে পড়ে।
রাজধানী ঢাকায় কিছুটা বৃষ্টি হয়। বেশি বৃষ্টি হয় উত্তর-পূর্বের সিলেট এবং এর কাছাকাছি এলাকাগুলোয়। এর পর থেকে তাপমাত্রা খানিকটা কমতে শুরু করে। তবে গত সোমবার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে। বুধবার দেশের অন্তত সাত জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে।