You have reached your daily news limit

Please log in to continue


ঢাকার রাস্তায় গণপরিবহন-যাত্রী কম, বেপরোয়া মোটরসাইকেল

রাস্তায় সারি সারি বাস নেই। যত্রতত্র হাত উঁচিয়ে বাস থামানোর যাত্রীও নেই। এক বাস আরেক বাসকে ওভারটেক করার যে চিরাচরিত রেষারেষি, তাও চোখে পড়েনি। সিএনজিচালিত অটোরিকশাও খুবই কম। মাইক্রোবাস-প্রাইভেটকারের চলাচলও সীমিত। রাস্তায় এখন রিকশার দাপট। সঙ্গে বেপরোয়া গতির মোটরসাইকেল, যার অধিকাংশের চালকই তরুণ-যুবক।

ঈদের দিন সোমবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। এদিন সকালে রাস্তায় ঈদের নামাজ পড়তে মানুষের চলাচল দেখা গেলেও বেলা বাড়তেই রাস্তা আরও ফাঁকা হয়ে যায়।

বেলা সাড়ে ১১টার দিকে কুড়িল-রামপুরা সড়ক, গুলশান, মহাখালী, বিজয়সরণি, মালিবাগ, মৌচাক এলাকা ঘুরে রাস্তা অনেকটা সুনসান দেখা যায়। তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত হওয়ায় পল্টন, হাইকোর্ট এলাকায় মানুষের আনাগোনা দেখা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন