You have reached your daily news limit

Please log in to continue


বগুড়ায় বাসচাপায় বাবা-মেয়ে নিহত

বগুড়ার শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে। আজ সোমবার বেলা সোয়া ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর জামতলা এলাকায় এ চাপা দেওয়া হয়।

নিহত দুজন হলো শরিফুল ইসলাম (৩২) ও তাঁর তিন বছর বয়সী মেয়ে সেজদা। প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফুল তাঁর মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস তাঁদের চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় বাবা-মেয়েকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

যুবকের প্রাণহানি: শেরপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত ও আরও দুজন আহত হয়েছেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিশালপুর ইউনিয়নের ঝুপুনিয়া সেতুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন