‘প্রথম এত শান্তিতে বাড়ি যাচ্ছি, এটা অন্য রকম এক ঈদযাত্রা’

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ১৭:১৮

ঈদযাত্রা মানেই ঘরমুখী মানুষের স্রোত, দীর্ঘ যানজট, বাসের টিকিটের জন্য যুদ্ধ, অতিরিক্ত ভাড়া আর নানামুখী ভোগান্তি। কিন্তু এবার যেন চিত্র কিছুটা ব্যতিক্রম। গাবতলী বাস টার্মিনালে পরিবারসহ বাসের জন্য অপেক্ষমাণ রুবাইয়া সুলতানা বলছিলেন, ‘আজ ছয় বছর ধরে পরিবারসহ ঢাকায় আছি, এবার প্রথম এত শান্তিতে বাড়ি যাচ্ছি। এটা অন্য রকম ঈদযাত্রা।’


আজ শনিবার গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে সরেজমিন দেখা গেছে, বিগত কয়েক দিনের তুলনায় যাত্রীদের চাপ কম। বাসের সংকট নেই, দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করে তাৎক্ষণিক টিকিটও পাওয়া যাচ্ছে। তবে কিছু পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিচ্ছে এ ক্ষেত্রে। বাস ছাড়ার সময়সূচি মোটামুটি ঠিক থাকলেও কিছু ক্ষেত্রে দেরি হয়েছে। অন্যদিকে, অন্যান্য বছরের মতো এবার ট্রাক বা মাইক্রোবাসে যাত্রীদের ভিড় দেখা যায়নি, যা এবারের ঈদযাত্রার অন্যতম বড় পরিবর্তন। এ ছাড়াও খোঁজ নিয়ে জানা যায়, মহাসড়কের কোথাও কোথাও সাময়িক যানজট সৃষ্টি হচ্ছে, তবে তা দীর্ঘসময় থাকছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও ছুটি দীর্ঘ হওয়ায় রাজধানীর বাস টার্মিনালগুলোতে অন্যান্য বছরের তুলনায় স্বস্তির ঈদযাত্রা দেখা গেছে।


গাবতলী বাস টার্মিনাল


গাবতলীর সাকুরা পরিবহনের কাউন্টারে কথা বলে জানা গেছে, যাত্রীসংখ্যা কম থাকায় বাস সংকট নেই। গোল্ডেন লাইন পরিবহনের ব্যবস্থাপক হাফিজুর রহমান অপু জানান, পাঁচটি কাউন্টারের মধ্যে চারটি চালু রয়েছে। কারণ, শুক্রবারের তুলনায় শনিবার যাত্রী কম।


সোহাগ পরিবহনের কর্মকর্তা মইনুদ্দিন বলেন, ‘ঈদের লম্বা ছুটির কারণে অনেকে আগেভাগেই রওনা হয়েছেন, তাই এখন চাপ কম। তবে তাৎক্ষণিক টিকিটের জন্য অপেক্ষা করতে হচ্ছে কিছু যাত্রীকে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও