ঈদযাত্রা: সড়ক পথে বাড়তি যাত্রীর চাপ নেই, বাসও ছেড়েছে যথাসময়ে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ২১:২২

এবারের ঈদে লম্বা ছুটি ঘিরে গত কয়েকদিন ধরেই ঢাকা ছাড়ছে মানুষ। ফলে সরকারি ছুটি শুরুর প্রথম দিন শুক্রবার ঈদযাত্রায় সড়কপথে যাত্রীদের বাড়তি চাপ দেখা যায়নি।


যারা অগ্রিম টিকিট কেটেছেন তাদের বেশিরভাগই কাউন্টারে এসে সঠিক সময়ে বাসও পাচ্ছেন। কাউন্টারে এসেও তাৎক্ষণিক টিকেট কেটে রওনা দিতে পারছেন গন্তব্যে।


এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার শ্যামলী, কল্যাণপুর ও মহাখালী বাস কাউন্টারগুলো ঘুরে যাত্রীদের বাড়তি উপস্থিতি দেখা যায়নি। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও করেননি কোনো যাত্রী।


কল্যাণপুরে শ্যামলী পরিবহনের বগুড়া, নওগাঁ, রংপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার বাস কাউন্টারের ম্যানেজার নাসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিলেন, “এবার যাত্রীর চাপ নেই, দুই-একটা জায়গা বাদে সড়কের অবস্থাও ভালো। সঠিক টাইমেই গাড়ি ছাড়ছে।”


তিনি বলেন, “কয়েকদিন ধরেই লোকজন যাচ্ছে, বেশিরভাগই চলে গেছে। এবার ভিড় ছাড়াই মানুষ যেতে পারছে, সামনেও ভিড় হওয়ার সম্ভাবনা নাই।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও