
হিমোফিলিয়া কী, কেন হয়
বণিক বার্তা
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ১২:৫৩
পৃথিবীতে বিচিত্র রকমের রোগে প্রতিনিয়ত অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছে। এগুলোর মধ্যে কিছু রোগ খুবই পরিচিত। আবার কিছু রোগ বিরল। এসব রোগের নাম অনেক মানুষের অজানা। এমনই একটি রোগ হলো হিমোফিলিয়া। বাংলাদেশে এ রোগে আক্রান্তের সংখ্যা প্রায় দুই হাজার
হিমোফিলিয়া আসলে কী
হিমোফিলিয়া শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ হাইমা ও ফিলিয়া থেকে। হাইমা অর্থ রক্ত ও ফিলিয়া অর্থ আকর্ষণ। দেহের কোনো অংশে রক্তপাত শুরু হলে সাধারণত সেখানে রক্ত জমাট বাঁধতে থাকে। এ প্রক্রিয়াকে ক্লটিং বলে। ক্লটিং প্রক্রিয়ার মাধ্যমে রক্ত জমাট বেঁধে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়। কিন্তু কোনো কারণে ক্ষতস্থানে এ ক্লট তৈরি না হলে সেখান থেকে একাধারে রক্তক্ষরণ হতে থাকে। একজন হিমোফিলিয়া আক্রান্ত রোগীর দেহে এ ক্লট সৃষ্টির প্রক্রিয়াটি স্বাভাবিক নয়। আক্রান্ত ব্যক্তির দেহ থেকে দীর্ঘ সময় ধরে রক্তক্ষরণ হতে থাকে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- হিমোফিলিয়া