ডায়াবেটিসের সব উপসর্গ জানা আছে কি?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ১৯:৩০

ডায়াবেটিস অর্থাৎ রক্তে শর্করার মাত্রায় ভারসম্য নষ্ট হওয়া। বিষয়টি এক কথায় শুনে ততখানি বিপজ্জনক মনে না হলেও, যারা এ রোগের শিকার, তারা জানেন, ডায়াবেটিসের আসলে কত বড় বিপদ। কতটা সুদূরপ্রসারী হতে পারে ওই একটি রোগের প্রভাব। ডায়াবেটিসের ক্ষেত্রে তাই চিকিৎসকেরা বলেন দ্রুত রোগ নির্ণয় এবং তার চিকিৎসা শুরু হওয়া জরুরি। কিন্তু শরীরে যে গোপনে ডায়াবেটিস বাসা বাঁধছে তা বুঝবেন কী করে?


ডায়াবেটিসের নানারকম উপসর্গ রয়েছে। তার মধ্যে যেগুলো কেউ কেউ জানেন, সেগুলো হলো—ওজন হঠাৎ কমে যাওয়া, অতিরিক্ত পিপাসা লাগা, বার বার প্রস্রাব, ক্ষতস্থান দ্রুত শুকোতে না চাওয়া ইত্যাদি। কিন্তু এর বাইরেও কিছু উপসর্গ রয়েছে, যার কথা অনেকেই জানেন না। তেমনই একটি উপসর্গ হল যৌনাঙ্গে অস্বস্তিকর চুলকানিভাব। যা সাধারণত হয় ছত্রাকের সংক্রমণ থেকে!


পুষ্টিবিদ এবং ডায়াবিটিস বিশেষজ্ঞ চিকিৎসকের মতে, ‘ওই ধরনের অস্বস্তিকর চুলকানি হলে বুঝতে হবে শরীরে ডায়াবিটিস বাসা বাঁধছে। বিশেষ করে টাইপ টু ডায়াবিটিসের ক্ষেত্রে এই লক্ষণ বেশি দেখা যায়।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও