
হিমোফিলিয়া : নারীদের তুলনায় বেশি আক্রান্ত হয় পুরুষরা
বণিক বার্তা
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ১২:৫৩
একজন সাধারণ মানুষের শরীর কেটে গেলে কিছুক্ষণ পর সে কাটা জায়গায় রক্ত জমাট বাঁধতে শুরু করে। এ রক্ত জমাট বাঁধার পেছনে প্রোটিন ফ্যাক্টর ১ থেকে ১২ কাজ করে। এছাড়া আরো অনেক প্রোটিন রয়েছে। একে বলে ব্লিডিং ডিজঅর্ডার।
এ অসুখে আক্রান্তদের শরীরে কোথাও কেটে গেলে কিছুক্ষণ পরও ক্ষত জায়গায় রক্ত জমাট বাঁধে না, রক্তক্ষরণ হতে থাকে। সাধারণত রক্তে ‘অ্যান্টি হিমোফিলিক গ্লোবিউলিন’ না থাকলে মানুষ হিমোফিলিয়ার শিকার হন। একে ‘এএইচজি’ বা ‘ফ্যাক্টর ৮’-ও বলে। আবার ফ্যাক্টর ৯-এর অভাবেও হিমোফিলিয়া হয়। তবে এ রোগ নারীদের চেয়ে পুরুষের মধ্যে বেশি দেখা যায়। চিকিৎসকদের মতে, প্রায় ৮৫ শতাংশ ক্ষেত্রে হিমোফিলিয়ার জন্য দায়ী ফ্যাক্টর ৮-এর অভাব (হিমোফিলিয়া)। মাত্র ১৫ শতাংশের কাছাকাছি ক্ষেত্রে ফ্যাক্টর ৯-এর অভাবে এ রোগ হতে পারে (হিমোফিলিয়া বি)।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- হিমোফিলিয়া