এনসিপি আহ্বায়কের বক্তব্যের পোস্টমর্টেম

যুগান্তর সাকিব আনোয়ার প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ১০:২০

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কয়েকদিন আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘এ বছর জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে আমি মনে করি না’। পরদিন বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম নাহিদ ইসলামকে কোট করে রিপোর্ট করল। অধিকাংশ রিপোর্টের হেডলাইন, ‘এ বছর (ডিসেম্বরের মধ্যে) নির্বাচন আয়োজন সম্ভব নয়-নাহিদ ইসলাম’। একদিন পরই জাতীয় নাগরিক পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানালেন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়’-এভাবে বলেননি।


এরপরই একদিন আগের রিপোর্টগুলোর (অনলাইন ভার্সনে) হেডলাইন বদলে গেল। অধিকাংশ গণমাধ্যমের রিপোর্টের হেডলাইন ‘এ বছর নির্বাচন আয়োজন কঠিন হবে’ দ্বারা প্রতিস্থাপিত হলো। ‘স্বাধীন’ গণমাধ্যম হেডলাইন পরিবর্তন করতেই পারে। এ আলোচনায় পরে আসছি। তার আগে সেই সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতাদের (সমন্বয়ক) ‘দায়মুক্তি’ বাতিলের ঘোষণার দিকে আলোকপাত করা যাক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও