বাসের টিকিটে বাড়তি টাকা আদায়, কাউন্টারম্যান চাইছেন বকশিশ!

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ০৮:৪৪

ঈদ উপলক্ষ্যে বাসের ভাড়া বৃদ্ধি ও অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনা যেন নিয়মে পরিণত হয়েছে। প্রতিবছরই এমন অভিযোগ আসে বাসের নিয়মিত যাত্রীদের থেকে। এবারও তার ব্যতিক্রম হয়নি, যেখানে কাউন্টারম্যান একাধিকবার বকশিশ দাবি করছেন। এ ছাড়া ঢাকা-উত্তরবঙ্গ রুটের এসি বাসগুলোতে গত মাসের তুলনায় ৭০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে।


সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় প্রতিবারই এ ধরনের ভাড়া নৈরাজ্য রোধের আশ্বাস দিলেও বাস্তব পরিস্থিতি তার বিপরীত। বিশেষ করে উত্তরবঙ্গের রুটগুলোতে বাস ভাড়া বৃদ্ধি ক্রমবর্ধমান সমস্যার সৃষ্টি করেছে, যেখানে সরকারি তদারকির দাবি জানিয়েছেন যাত্রীরা।


এদিকে এসি বাসের ভাড়া বৃদ্ধির বিষয়ে বিভিন্ন নামি-দামি বাসের মালিকরা আঙুল তুলছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) দিকে। এসি বাসের ভাড়া সরকার নির্ধারিত না হওয়ায় ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন মালিকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও