You have reached your daily news limit

Please log in to continue


এ কি কথা বললেন তুলসী গ্যাবার্ড!

মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সোমবার ১৭ মার্চ এনডিটিভি ওয়ার্ল্ডকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের একটি সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি এসেছেন তুলসী। এনডিটিভিকে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, তা বাংলাদেশে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি করেছে। তুলসী গ্যাবার্ড বাংলাদেশের সমাজ ও মানুষ সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখেন না, এই সাক্ষাৎকারে সেটাই প্রতিভাত হয়েছে।

এ সাক্ষাৎকার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের আইডিয়োলোজিক্যাল অবস্থান সম্পর্কেও ধারণা পাওয়া যায়। প্রেসিডেন্ট বুশ জুনিয়রের প্রশাসন সন্ত্রাসবাদের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। বুশের দৃষ্টিতে এ সন্ত্রাসবাদ ছিল ইসলামি সন্ত্রাসবাদ। সন্ত্রাসবিরোধী আমেরিকার যুদ্ধে বেশ কটি মুসলিম দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, ইরাক, লিবিয়া ও সোমালিয়া। নিউইয়র্কের টুইন টাওয়ারে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যে সন্ত্রাসবাদী হামলা হয়, তাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র তার নিরাপত্তার নামে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে ইসলামি সন্ত্রাস দমনে একটি ক্রুসেড পরিচালনা করেছে। প্রেসিডেন্ট বুশ উচ্চারিত ক্রুসেড শব্দটি পরে উচ্চারিত না হলেও এর মধ্য দিয়ে বুশ প্রশাসনের মাইন্ডসেট আমরা বুঝতে পারি। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সেরা সেক্যুলার রাষ্ট্র হিসাবে পরিচিত। কিন্তু যখন একজন মার্কিন প্রেসিডেন্ট ক্রুসেড চালানোর ঘোষণা দেন তখন বুঝতে কষ্ট হয় না মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্যুলারিজম ঠুনকো একটি বিষয় ছাড়া আর কিছু নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন