ভয়েস অব আমেরিকা কি বন্ধ হয়ে যাচ্ছে

www.ajkerpatrika.com এম আর রহমান প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ১১:৫৩

১৯৪২ সালে নাৎসি প্রচারণার পাল্টা জবাব দিতে প্রতিষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রের সরকারি আন্তর্জাতিক রেডিও এবং টেলিভিশন সম্প্রচার মাধ্যমটি। সেই ভয়েস অব আমেরিকা এখন বন্ধ হওয়ার পথে! গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১ হাজার ৩০০-এর বেশি সাংবাদিক ও কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে, যা সম্প্রচার মাধ্যমটির কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলেছে। এ ছাড়া ভিওএ-এর মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম) রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি এবং রেডিও ফ্রি এশিয়ার মতো অন্যান্য সংবাদমাধ্যমের তহবিলও বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প।


ভয়েস অব আমেরিকা (ভিওএ) বিশ্বব্যাপী অন্যতম প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যম। প্রতিষ্ঠার পর থেকে বিশ্বব্যাপী প্রায় ৫০টি ভাষায় সংবাদ ও তথ্য সম্প্রচার করেছে, যা প্রতি সপ্তাহে প্রায় ৩৬ কোটি মানুষের কাছে পৌঁছাত। এই সংবাদমাধ্যমটি মূলত যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান প্রচার করার পাশাপাশি নিরপেক্ষ ও স্বাধীন সংবাদ পরিবেশনের জন্যও পরিচিত ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও