
রাবির প্রতি বিভাগে শিক্ষক সংকট অনেক বিভাগ মাত্র তিন-চারজন শিক্ষক নিয়ে চলছে
ড. সালেহ হাসান নকীব, উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ২০০৩ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। তার গবেষণায় প্রাধান্য পেয়েছে সুপার কন্ডাক্টিভিটি ও কম্পিউটেশনাল ফিজিকস। গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন বণিক বার্তায়। সাক্ষাৎকার নিয়েছেন আবু ছালেহ শোয়েব
গণ-অভ্যুত্থান ও পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতিতে উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন?
যে পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলাম সে তুলনায় পরিস্থিতি এখন অনেক স্থিতিশীল। তবে অনেক চাপ রয়েছে। এ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। কিন্তু জুলাই-আগস্টের প্রভাব এবং এটি যে অনেক বড় একটা পরিবর্তন, তার সঙ্গে খাপ খাইয়ে চলতে হচ্ছে। তাছাড়া একটা শান্ত সময়ের নিশ্চয়তা নেই যে সেটা দ্রুতই আবারো অশান্ত হয়ে যাবে না। সে জায়গায় এখন আছে। নতুনভাবে সবকিছু চালানোর চেষ্টা করা হচ্ছে। কখনো যথাযথভাবেই পরিচালনা করা যাচ্ছে, কখনো বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। কাজেই সবকিছু যে একেবারে ঠিক হয়ে গেছে, এমন নয়।
- ট্যাগ:
- মতামত
- শিক্ষক সংকট