আসন্ন নির্বাচনি যুদ্ধে পাল্লা ভারী কোনদিকে

যুগান্তর ড. মুহাম্মদ ইসমাইল হোসেন প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ১২:১২

সব দিক বিচার-বিশ্লেষণ এবং হিসাব-নিকাশ করে মনে হচ্ছে, এ বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এ নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় দেশের তিনটি রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতার সম্ভাবনা ফুটে উঠেছে। প্রতিদ্বন্দ্বী সেই দল তিনটি হতে পারে বিএনপি, জামায়াতে ইসলামী এবং সদ্য গঠিত এনসিপি। এই দল তিনটির মধ্যে সবচেয়ে পুরোনো হলো জামায়াতে ইসলামী এবং তারপর বিএনপি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা লাভ করে। স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান ১৯৭৮ সালে দলটি প্রতিষ্ঠা করেছিলেন।


তৎকালীন আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক ব্যবস্থা বাতিল করে একদলীয় বাকশালী ব্যবস্থা কায়েম করার পর ১৯৭৫ সনের ১৫ আগস্ট ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্য সামরিক অভ্যুত্থান সংঘটিত করে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসভবনে সপরিবারে হত্যা করার পর নানা সংকটের মধ্যে একসময় বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে দেশের দায়িত্বভার গ্রহণ করতে হয় এবং অতঃপর তিনি আবার বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন করেন। এ অবস্থায় ৪৭ বছরের পুরোনো দল বিএনপি কয়েক দফা ক্ষমতাসীন হওয়ার পর দীর্ঘ ১৯ বছর একটানা ক্ষমতার বাইরে থেকে আবারও নির্বাচনি পরীক্ষায় অবতীর্ণ হতে চলেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী বিএনপির চেয়ে পুরোনো একটি রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও কোনদিনই দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও