মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কেন এই কুতর্ক?

জাগো নিউজ ২৪ মো. আবুসালেহ সেকেন্দার প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২২

সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটির এমএর ছাত্র হিসেবে ড. গাবর কাদের এর কাছে গণহত্যা বিষয়ে প্রথম হাতেকলমে পাঠ পেয়েছিলাম। তিনি আমাদের Genocide and Memory in Comparative Perspective কোর্স পড়ানোর সময়ে হাতেকলমে শেখানোর জন্য হলোকাস্টের অনেক ফিল্ডে নিয়ে যান। আমি মূল্যায়নের অংশ হিসেবে কোর্স অ্যাসাইনমেন্টে “The Bengali Genocide case of East Pakistan and Rohingys Genocide Case of Arakan: A Comparative Study” শিরোনামে একটি গবেষণা পেপারও লিখেছিলাম। তিনি বেশ আগ্রহ নিয়ে ওই গবেষণা প্রবন্ধ লেখার প্রস্তাব অনুমোদন করেছিলেন।


ওই গবেষণা প্রবন্ধ লিখতে গিয়ে আমাকে বেশ বইপত্র ঘাটতে হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের একাত্তর সালের গণহত্যা নিয়ে সাম্প্রতিক যে তর্ক-বিতর্ক চলছে সেখানে গবেষণা নির্ভর কোনো আলোচনা চোখে পড়লো না। হাস্যকরভাবে কোনো গবেষক নন এমন একজন ব্লগারের বক্তব্য নিয়ে দেশ-বিদেশ জুড়ে বাঙালিদের মধ্যে তোলপাড় চলছে। এ থেকে আমাদের অ্যাকাডেমিক পরিসর ও জনপরিসরের জ্ঞানচর্চার রুগ্নতা, মানুষের রুচিবোধ ও সংস্কৃতির চালচিত্র আজ কোথায় গিয়ে ঠেকেছে সেই বিষয়টি বোঝা যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও