রোহিঙ্গা গণহত্যা এবং জেনোসাইড কমিশন

যুগান্তর ড. মাহফুজ পারভেজ প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৪

২৫ আগস্ট পালিত হয় রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস। কক্সবাজারে সরকারি আয়োজন ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ অষ্টম রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস উপলক্ষ্যে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। সম্মেলনটি ইউনিভার্সিটি কলেজ লন্ডন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘রোহিঙ্গা সংকট : চ্যালেঞ্জ ও সম্ভাবনা’। সম্মেলনে তিনটি গভীরতর একাডেমিক অধিবেশন এবং একটি বিশেষ রাউন্ড টেবিল আলোচনায় দেশ-বিদেশের খ্যাতনামা গবেষকরা অংশগ্রহণ করেন।


বর্তমানে কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ এলাকার আশ্রয় শিবিরে ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গা বসবাস করছেন, যারা মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। ক্যাম্পের ভেতর-বাইরে মিলিয়ে বাংলাদেশে কমপক্ষে ১৫ লাখের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গা অবস্থান করছেন। বাংলাদেশ, মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে রোহিঙ্গা সমস্যা একটি বড় মানবিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও