You have reached your daily news limit

Please log in to continue


পরিচ্ছন্ন ঢাকা আমার আজীবনের লালিত স্বপ্ন

হাতিরঝিলে গেলেই মনটা ভালো হয়ে যায়। সবুজ আর পরিচ্ছন্ন ফুটপাত। পুরো অংশ জুড়েই রয়েছে লেক। যদিও লেকের পানিতে সবুজ শেওলা ভাসমান। প্রাণভরে নিঃশ্বাস নেওয়া যায়। যতবার যাওয়া যায় ততবারই ভালো লাগে। সেখান থেকে ফেরার সময় মনটা সবসময় ভারী হয়ে ওঠে।

৩০০ ফিট যেন আধুনিকতার ছোঁয়ায় মেশানো এক নান্দনিক সৌন্দর্যমণ্ডিত পরিচ্ছন্ন ঢাকার ভবিষ্যৎ ছবি। পূর্বাচল যেন সেই ঢাকাকেই হাতছানি দিয়ে ডাকছে। স্বপ্ন কি সুদূর পরাহত নাকি বাস্তবের খুব কাছাকাছি? তা নিজের কাছেই প্রশ্নবিদ্ধ।

উদ্ভট ট্রাফিক জ্যাম, অপরিচ্ছন্ন ফুটপাত, রং ওঠা বিভিন্ন রুটের বাসসহ নোংরা সব গণপরিবহন। ব্রিটিশ আমলের সেই হাত উঠানো ট্রাফিক সিস্টেম। নিয়ম না মানার হাজারও গল্পের সম্মিলন। মানুষের কর্মঘণ্টা নষ্টকারী হাজারও বাসের হাঁকডাক। এখন তো আবার ঢাকাকে বদলে দেওয়ার জন্য একসঙ্গে সারা ঢাকায় উন্নয়ন কাজের গল্প।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন