নতুন ফিচার নিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ। ফিচারটির মাধ্যমে অ্যাপটিতে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা সহজ হবে। দেশজুড়ে সেক্সটর্শন প্রতারণার ফাঁদে পা দিয়ে আর্থিক ও মানসিক দিক দিয়ে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অশ্লীল ভিডিয়ো, সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করার নামে ব্যক্তিগত তথ্য হাতানোর মতো ঘটনা এখন আর নতুন নয়! কিন্তু, এই জালিয়াতি সম্পর্কে ওয়াকিবহাল নন বহু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী, যার সুবিধা তোলে সাইবার অপরাধীরা। এই প্রতারণা রুখতে নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপে ভিডিও কল করলে, অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোনের সামনের ক্যামেরাটি খুলে দেয়, অর্থাৎ ক্যামেরা চালু না থাকলে কলটি ধরার কোনো উপায় থাকে না। কিন্তু কখনও হয়ত আপনি ক্যামেরা চালু না করেই কলটি ধরতে চাইতে পারেন। এবার সেরকমই একটি ফিচারের ওপর কাজ করছে মেটা।