অ্যান্ড্রয়েড ১৬ চলতি বছরের জুনে উন্মুক্ত করা হবে বলে নিশ্চিত করেছে গুগল। মে মাসে অনুষ্ঠেয় গুগল আইও সম্মেলনে অ্যান্ড্রয়েডের সর্বশেষ এ সংস্করণ ঘোষণা করা হবে। অ্যান্ড্রয়েডের আগের সংস্করণগুলোর তুলনায় এবার প্রায় চার মাস আগে উন্মুক্ত করা হচ্ছে অপারেটিং সিস্টেমটি। দ্রুত উন্মুক্ত করা হলে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো সর্বশেষ অপারেটিং সিস্টেম যুক্ত ফোন গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবে। পাশাপাশি অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা দ্রুত আপডেট পাবেন।
অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের প্রেসিডেন্ট সমীর সামাত জানিয়েছেন, নির্ধারিত সময়ে অ্যান্ড্রয়েড ১৬ উন্মুক্তের প্রক্রিয়ায় রয়েছে গুগল। যদিও ডেভেলপারদের দল এখনো কিছু বাগ ঠিক করছে, তবে সামাত পুরো প্রক্রিয়া নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। প্রতিটি রিলিজের সময় এ পর্যায়ে কিছু বাগ থাকেই। তবে দলটি কঠোর পরিশ্রম করছে। আমরা সেগুলো ঠিক করে চূড়ান্ত সংস্করণ প্রকাশের বিষয়ে বেশ উচ্ছ্বসিত।’