
জিলেপি বেচে সংসার চালাচ্ছেন এক সময়ের দাপুটে ফুটবলার
যুগান্তর
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ১১:২৭
ক্ষুধার রাজ্যে পৃথিবী আসলেই গদ্যময়। পাকিস্তানের ফুটবলার মোহাম্মদ রিয়াজের চেয়ে ভালো আর কে বোঝে! পেট চালানোর দায়ে স্বপ্ন থেকে বহুদূরে চলে এসেছেন, বাধ্য হয়ে রাস্তার পাশে ভাজছেন জিলেপি। ক্রেতাদের ডেকে বিক্রি করে চালাচ্ছেন সংসার। অথচ রিয়াজের দাপিয়ে বেড়ানোর কথা ছিল ফুটবল মাঠ। মলিন মুখের বদলে উল্লাস করার কথা ছিল।
ভাগ্য কারও জন্য প্রচণ্ড নিষ্ঠুর। রিয়াজের জন্যও হয়েছে। রিয়াজের মতো এমন হাজারও তরুণ পড়েছেন ক্যারিয়ার নিয়ে দ্বন্দে। কেউ চাকরি খুঁজছেন হন্যে হয়ে, কেউ অপেক্ষা করছেন—নিষেধাজ্ঞা কাটিয়ে আবার মাঠে ফিরবে ফুটবল, খেলব, টাকা আয় করব, জীবন গড়ব। সেই স্বপ থেকে বাস্তবতার দূরত্ব অনেকখানি। রিয়াজ সেই বাস্তবতা বুঝে গেছেন।
- ট্যাগ:
- খেলা
- পেশাদার ফুটবলার
- ফুটবলার