ভুটানে কৃষ্ণাকে উষ্ণ অভ্যর্থনা জানালো তার নতুন ক্লাব

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ১৯:৩৬

শনিবার থেকে শুরু হতে যাওয়া ভুটান নারী লিগে অংশ নিতে বাংলাদেশের দশম ফুটবলার হিসেবে থিম্পু গেলেন কৃষ্ণা রানী সরকার। বাংলাদেশ জাতীয় দলের এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে তার নতুন ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেড। এই ক্লাবে খেলতে এর আগে ভুটান গেছেন গোলরক্ষক রূপনা চাকমা ও ডিফেন্ডার মাসুরা পারভীন।


কৃষ্ণা হলেন ভুটানের লিগে খেলতে যাওয়া বাংলাদেশের দশ নম্বর নারী ফুটবলার। এর আগে দুই দফায় পাহাড়ি দেশটিতে গিয়েছেন ৯ জন। মাসুরা, রূপনা ও কৃষ্ণা ছাড়া বাকি ৭ ফুটবলার হলেন-পারো এফসিতে সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মাতসুশিমা সুমাইয় এবং থিম্পু সিটি এফসিতে মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র ও সানজিদা আক্তার।


১৯ এপ্রিল লিগ শুরুর দিনই খেলা আছে কৃষ্ণাদের ক্লাবের। তাদের প্রতিপক্ষ সামসি উইমেন্স ফুটবল ক্লাব। পরের দিন মাঠে নামবেন সানজিদা, মারিয়ারা। তাদের প্রতিপক্ষ উয়া উইমেন্স ফুটবল ক্লাব। ২৮ এপ্রিল গেলেফু গার্লস একাডেমির বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে সাবিনা খাতুনদের পারো এফসি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও