
নাহিদ রানা যাওয়ার আগেই ভেসে যাবে পেশোয়ারের প্লে–অফ স্বপ্ন
প্রথম আলো
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫, ১০:১০
নাহিদ রানার গল্পটাও একই রকম হতে পারত। থাকতে পারতেন রিশাদ হোসেনের মতো আলোচনার কেন্দ্রে। জেতাতে পারতেন দলকে। তবে এসব কিছুই হয়নি। জিম্বাবুয়ে সিরিজের কারণে নাহিদ এখনো পেশোয়ার জালমিতে যোগ দেননি। তাঁর দল হেরেছে নিজেদের প্রথম দুই ম্যাচে। সেটাও খুব বাজেভাবে। নাহিদ পেশোয়ারে যোগ দেওয়ার আগেই পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে কি না, এই শঙ্কাও আছে।
পিএসএল শুরু হয়েছে মাত্রই বলতে হবে। তবে নিজেদের খেলা প্রথম দুই ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে নাহিদ রানার দল। বোলাররা রান বিলাচ্ছেন দেদার। আর ব্যাটসম্যানদের ব্যাটেও রান নেই।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট ম্যাচ
- রিশাদ হোসেন