-67a1e53f07c1e-6800a0d65c0a8.jpg)
গম্ভীরের কোচিং প্যানেলে বড় ছাঁটাই
যুগান্তর
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫, ১২:৫৪
চাকরি হারানোর শঙ্কায় ছিলেন গৌতম গম্ভীর। এ যাত্রায় অবশ্য বেঁচে যাচ্ছেন ভারতের প্রধান কোচ। তবে কোচিং প্যানেলের ওপর পড়েছে কোপ। সহকারী কোচ অভিষেক নায়ার, ফিল্ডিং কোচ টি দিলীপ ও ট্রেনার সোহম দেশাই হারিয়েছেন চাকরি। এছাড়া চাকরি ঝুঁকিতে আছেন কয়েকজন।
ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এখনও এসব পদে নতুন কাউ কে নিয়োগ দেয়নি। যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের ফেরার পথও আপাতত বন্ধ। ভারতের একাধিক মিডিয়া জানিয়েছে, মূলত বর্ডার-গাভাস্কার ট্রফিতে দল ব্যর্থ হওয়ার কারণেই এদের চাকরি গেছে।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেটার
- গৌতম গম্ভীর