
একটি বর্ধিত সভার পোস্টমর্টেম
সম্প্রতি ঘটা করে অনুষ্ঠিত হলো বিএনপির বর্ধিত সভা। সভাটির সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, প্রায় সাত বছর পরে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য রেখেছেন। লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সভাটিতে সংযুক্ত হয়ে বক্তব্য রেখেছেন। চিরাচরিত স্বভাব অনুযায়ী কাউকে আক্রমণ না করে অত্যন্ত ভদ্রোচিত ভাষায় কথা বলেছেন তিনি। নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানের পাশাপাশি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে নিজের সম্পৃক্ত থাকার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
লন্ডন থেকে যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর অনুষ্ঠিত দলটির জাতীয় নির্বাহী কমিটির এই বর্ধিত সভা সংগত কারণেই নেতা-কর্মীদের মধ্যে যেমন উদ্দীপনা সৃষ্টি করেছিল, তেমনি রাজনৈতিক পর্যবেক্ষক মহলেও ঔৎসুক্যের অন্ত ছিল না। বিশেষত সভা থেকে নেতা-কর্মীরা কী বার্তা পাবেন, তা নিয়ে সবারই কৌতূহল ছিল। তবে শেষ পর্যন্ত নতুন কোনো বার্তা নেতা-কর্মীরা পাননি। নিজেদের ঐক্যবদ্ধ রাখা এবং আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা পেয়েছেন নেতা-কর্মীরা; যা এর আগেও প্রায় প্রতিটি সভায় তিনি বলেছেন।
- ট্যাগ:
- মতামত
- বর্ধিত সভা