
একের পর এক মব সহিংসতার ঘটনা ঘটলেও এর মোকাবিলায় সরকারকে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। বরং সরকারের দায়িত্বশীল পদে থাকা কারও কারও বক্তব্য পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। কয়েক দিন আগে ঢাকায় দুই ইরানি নাগরিক মব সহিংসতার শিকার হন। এর আগে চট্টগ্রামের সাতকানিয়ায় একটি রাজনৈতিক দলের দুই কর্মী গণপিটুনিতে মারা যান। গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীও হেনস্তার শিকার হন।
তবে এসব ছাড়িয়ে যে ঘটনা জনমনে মারাত্মক উদ্বেগ সৃষ্টি করেছে, তা হলো গুলশানের ৮১ নম্বর সড়কের একটি বাড়ির চতুর্থ তলার বাসায় মধ্যরাতে একদল লোকের তাণ্ডব, ভাঙচুর ও ডাকাতি। তাণ্ডবের আগে ওই ব্যক্তিরা গুজব ছড়িয়ে দেন যে সাবেক এমপি তানভীর ইমামের মালিকানাধীন এই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে। তাঁরা এতটাই বেপরোয়া ছিলেন যে এসএমএসের মাধ্যমে সাংবাদিকদের আগাম খবর দিয়ে বাসায় হামলা, ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন। বিস্ময়কর হলো, বাসাটি সাবেক এমপি তানভীর ইমামের নয়, তাঁর সাবেক স্ত্রীর, যঁার সঙ্গে ১২ বছর আগে তাঁর সম্পর্কের ইতি ঘটে।