
ঢাকা কেন্দ্রীয় কারাগার : জেলারের নেতৃত্বে শক্তিশালী সিন্ডিকেট, নেপথ্যে কারা
জুলাই অভ্যুত্থানের পরেও ঢাকা কেন্দ্রীয় কারাগারে চলছে আগের মতোই অনিয়ম, দুর্নীতি, জুলুম আর নির্যাতন। খোদ জেলার একেএম মাসুমের নেতৃত্বে কারাগারে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। সিন্ডিকেটের মাধ্যমে সেখানে কেবল সীমাহীন লুটপাটই চলছে না; অবাধে মিলছে ইয়াবা, গাঁজাসহ সব ধরনের মাদক।
আর এই সিন্ডিকেট সদস্যের মধ্যে রয়েছেন-ডেপুটি জেলার তানজিল হোসেন, দেলোয়ার হোসেন, জান্নাত, ইউসুফ, সার্জেন্ট ইনস্ট্রাক্টর আমিনুল ইসলাম, সুবেদার সাইফুল, আতাউর প্রমুখ।
সিন্ডিকেট সদস্যরা ফ্যাসিবাদ সরকারের ভিআইপি বন্দিদের কাছ থেকে নানা ধরনের সুযোগ-সুবিধা নিচ্ছেন। টাকার বিনিময়ে তাদের দিচ্ছেন আয়েশি সময় কাটানোর সুযোগ। খাবারের মেন্যুতে যোগ হচ্ছে মাছ-মাংসসহ পছন্দের খাবার। মাংস রান্না করার আগে তাদের দেখানো হচ্ছে খাসি ও গরুর ছবি। টাকার বিনিময়ে তারা কারাগারের ভেতর সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করছেন। সালমান এফ রহমান এবং জাফর উল্লাহদের কাছ থেকে ইতিপূর্বে আইফোন এবং মিনি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।