
বিবিসি বাংলাকে প্রফেসর ইউনূস : কিছু মন্তব্য
২০২৪-এর ৫ আগস্টের পর বাংলাদেশ এক ধ্বংসস্তূপের ছাইভস্ম থেকে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। বাংলাদেশে এখন একটি ক্রান্তিকাল চলছে। অবশ্য, এদেশের ইতিহাসে অনেকবারই ক্রান্তিকাল কথাটি উচ্চারিত হয়েছে। কিন্তু ক্রান্তিকালগুলো দেশকে সফল গন্তব্যে নিয়ে যেতে পারেনি। নতুন ক্রান্তিকালের সূচনার প্রয়োজন হয়েছে। এ যাত্রায় যে ক্রান্তিকালের সূচনা হয়েছে, তার কেন্দ্রীয় চরিত্র হচ্ছেন প্রফেসর মুহাম্মদ ইউনূস। তাকে কেন্দ্র করেই এ সময়ের বাংলাদেশ বিবর্তিত হচ্ছে। বাংলাদেশে এখন ক্ষমতার তিনটি কেন্দ্র। এগুলো হচ্ছে-প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, বাংলাদেশের সামরিক বাহিনী ও গত বছরের জুলাই-আগস্টের অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রসমাজ। অন্তর্বর্তী সরকারের কয়েকদিন আগ পর্যন্ত অভ্যুত্থানকারী ছাত্রদের ৩ জন প্রতিনিধি ছিল।
এদের একজন ছাত্রদের দ্বারা গঠিত নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টিতে’ নেতৃত্ব দেবেন বলে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন এবং এখন তিনি একজন প্রাইভেট সিটিজেনের ক্যাপাসিটিতে নতুন রাজনৈতিক দলটির নেতৃত্ব দিচ্ছেন। উল্লেখিত ক্ষমতার তিনটি প্রধান কেন্দ্রের বাইরেও রয়েছে রাজনৈতিক দলগুলোর উপকেন্দ্র। এসব রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামী বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ রাজনৈতিক দলগুলো সরকারের অংশ না হলেও সরকারের কর্মকাণ্ডের ওপর প্রভাব বিস্তারে সক্ষম। দৃষ্টান্ত হিসাবে বলা যায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার প্রশ্নে বিএনপি যখন বলল, তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নয়, কারণ রাজনৈতিক দল নিষিদ্ধ করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থি, তখন অন্যরা বলেছিল একটি দল যখন ফ্যাসিস্ট হয়ে যায়, তখন গণতন্ত্রের স্বার্থে একে নিষিদ্ধ করাই শ্রেয়।
এ প্রশ্নে কোনো ধরনের মূল্য বিচারে এ মুহূর্তে আমি প্রবেশ করতে চাই না। কারণ এ আলোচনাটি করতে হবে বিশাল ক্যানভাসজুড়ে, যে সুযোগ এ প্রবন্ধের সীমারেখার মধ্যে সম্ভব নেই। তবে ফ্যাসিবাদের শিকড়-বাকড়, উৎস মূল, আদর্শিক জটা-জালসহ সবকিছুর কবর রচনা করতে না পারলে শুধু আইনি বাধা আরোপ করে সাফল্য অর্জনের সুযোগ খুবই সীমিত। যাই হোক, এমন কিছু দৃষ্টান্ত দেওয়া যাবে, যা থেকে দেখা যায়, বর্তমান সময়ে রাজনৈতিক সিদ্ধান্তগুলো বিভিন্ন শক্তিকেন্দ্র ও উপকেন্দ্রের রশি টানাটানির মধ্য দিয়ে স্থিতিতে পৌঁছেছে। এতে দোষের কিছু নেই। স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া এমনটাই হয়।
- ট্যাগ:
- মতামত
- ছাত্র আন্দোলন
- ড. মুহাম্মদ ইউনূস