
শহরগুলোতে কবে চলবে ‘এয়ার ক্যাব’
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ২১:৫৪
শহরের যানজট এড়াতে ড্রোনে করে অফিস বা বিভিন্ন জায়গায় যাওয়া সম্ভব হতে পারে—এমন ভিডিও আমরা অনেকেই দেখেছি। কিন্তু এখনো সেটি বাস্তব হয়নি। গত বছর প্যারিস অলিম্পিকে এমন ড্রোন ব্যবহার হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে অনুমোদন দেওয়া হয়নি।
অন্যদিকে ২০১২ সাল থেকেই বিভিন্ন বাণিজ্য মেলায় এয়ার ক্যাবের বিভিন্ন কনসেপ্ট ও মডেল প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে কিছু ক্যাব শিগগিরই যাত্রী বহনের অনুমতি পেতে যাচ্ছে। তাহলে অদূর ভবিষ্যতে কি আকাশে এয়ার ক্যাব দেখা যাবে, নাকি সেগুলো শুধুই স্বপ্ন?
জেডইডব্লিউ অর্থনৈতিক গবেষণা কেন্দ্রের আনা স্ট্রাওবিঙ্গার বলেন, ‘প্রথমে এটা শুধু সেই ধনী ব্যক্তিদের জন্য হবে, যারা উচ্চ ভাড়াটা মেটাতে ইচ্ছুক হবেন।’
এয়ার ক্যাবের অনুমতি দেওয়া প্রথম শহর হওয়ার কথা ছিল প্যারিসের।
- ট্যাগ:
- প্রযুক্তি
- এয়ার ক্যাব