মেটার স্মার্টগ্লাস

দেশ রূপান্তর প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ১০:১৭

আমেরিকান টেক জায়ান্ট মেটা তাদের স্মার্টগ্লাস (স্মার্ট চশমা) ও ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট নিয়ে যে বেশ উচ্চাকাক্সক্ষী সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও প্রধান নির্বাহী (সিইও) মার্ক জাকারবার্গ গত মাসেই জানিয়েছেন যে, মেটার এআই সক্ষমতার স্মার্টগ্লাসের জন্য ২০২৫ সালটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবারে জানা গেল, বছরে ১ কোটি রে-ব্যান স্মার্টগ্লাস বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে মেটা।


২০২৪ সালে মেটা ১ মিলিয়নের চেয়েও বেশি রে-ব্যান স্মার্টগ্লাস বিক্রি করেছে বলে জানা গেছে। এ-বছর (২০২৫ সালে) সংখ্যাটা ৫ মিলিয়নে পৌঁছাতে পারে বলেও গত মাসেই জানিয়েছেন জাকারবার্গ। কিন্তু স্মার্টগ্লাস নিয়ে মেটা যে আরও উচ্চাভিলাষী সেটা জানা গেল রে-ব্যান স্মার্টগ্লাসের চুক্তিভিত্তিক নির্মাতা এসিলরলাক্সোটিকা-এর কল্যাণে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও