ইনস্টাগ্রামের বিকল্প হতে পারে ব্লুস্কাইভিত্তিক ‘ফ্ল্যাশেস’

বণিক বার্তা প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ১১:৩৪

ইনস্টাগ্রামের বিকল্প হিসেবে ‘ফ্ল্যাশেস’ নামে নতুন ফটো-শেয়ারিং পরিষেবা অ্যাপলের অ্যাপ স্টোরে উন্মুক্ত হয়েছে। গত সপ্তাহে আত্মপ্রকাশের পর ব্লুস্কাইভিত্তিক অ্যাপটি প্রথম ২৪ ঘণ্টায় প্রায় ৩০ হাজারবার ডাউনলোড হয়েছে। প্লাটফর্মটি ইনস্টাগ্রামের মতোই কাজ করে। এটি ব্লুস্কাই প্লাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি হওয়া নতুন অ্যাপগুলোর একটি। ব্যবহারকারীরা এখানে সর্বোচ্চ চারটি ছবি ও ১ মিনিট দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারবেন। খবর টেকক্রাঞ্চ।


বার্লিনভিত্তিক ডেভেলপার সেবাস্তিয়ান ভোগেলসাং তৈরি ফ্ল্যাশেস অ্যাপটি ব্লুস্কাইয়ের মতোই ‘এটি প্রোটোকল’ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। প্রোটোকলটি সোশ্যাল অ্যাপগুলো বিকেন্দ্রীভূত করতে সাহায্য করে, যা কোনো একক কোম্পানির নিয়ন্ত্রণে থাকে না। ফলে ব্যবহারকারী নিজের ডাটা ও বিভিন্ন প্লাটফর্মের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আরো স্বাধীনতা ও নিয়ন্ত্রণ পায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও