চুল কাটার কথা বলে অডিশনে যাই

প্রথম আলো প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ০৯:৪৫

কানাডায় যাওয়ার আগে ভাইরাল মাসুদ নাটকে অভিনয় করেন সিফাত তাহসিন। পাঁচ বছর আগের নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। এরপর সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। এই সময়টায় পরিবার নিয়ে ছিল তাঁর যত ব্যস্ততা। সম্প্রতি তিনি খবরে এসেছেন ফাঁদের প্রেমে নাটকের শুটিংয়ের কারণে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাইনাস ৮ ডিগ্রি তাপমাত্রার মধ্যে শুটিং করেছেন।


এ নাটকে তাঁর সহশিল্পী সাঈদ বাবু। পরিচালনায় ছিলেন তানভীর তারেক। তাহসিন প্রথম আলোকে বললেন, ‘প্রবাসে কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে প্রেমের যে ফাঁদ পাতা হয়, এটি তেমনই একটি গল্প। পরিচালক জানিয়েছেন, সত্যিকারের গল্পে নাটকটি তৈরি হয়েছে। এ রকম ঘটনা কিন্তু দেশের বাইরে অহরহ ঘটে। আমি নিজে শিক্ষার্থী হিসেবে কানাডায় গিয়েছি, এমন ঘটনা অনেক শুনেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও