আলোচিত কোরীয় ড্রামা সিরিজ ‘রিপ্লাই ১৯৯৭’–এ জুটি বেঁধে অভিনয় করে খ্যাতি পেয়েছেন তারকা জুটি জং ইউন জি ও সিও ইন গুক। অভিনয়ের সঙ্গে গান—দুজনই সমানতালে দুই মাধ্যমে সরব রয়েছেন। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘রিপ্লাই ১৯৯৭’ সিরিজে ‘অল ফর ইউ’ শিরোনামে একটি গানেও কণ্ঠ দেন তাঁরা।
এরপর আর কোনো গানে একসঙ্গে পাওয়া যায়নি তাঁদের। প্রায় ১৩ বছর পর ‘কাপল’ শিরোনামে একটি গান প্রকাশ করছেন জং ইউন জি ও সিও ইন গুক। শনিবার মধ্যরাতে গানের টিজার প্রকাশ করেছেন তাঁরা। ১৬ মার্চ প্রেমের গানটি প্রকাশিত হবে।
এর আগে ২৬ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে একই জায়গায় তোলা ছবি প্রকাশ করেছেন ইউন জি ও সিও ইন গুক। ছবিতে দুজনের হাতে ক্যামেরা দেখা গেছে। গুঞ্জন ছড়িয়েছিল, আবারও একসঙ্গে ফিরেছেন এই জুটি। সেই গুঞ্জনই সত্যি হলো।